রামকেলী ধাম, মালদা। মালদা থেকে গৌর যাবার পথে এটি একটি ছোট গ্রাম। শ্রী শ্রী মহাপ্রভু চৈতন্যদেবের পদধূলিধন্য এই স্থান। কথিত আছে বৃন্দাবন যাত্রার সময় চৈতন্যদেব এই স্থানে কিছুদিন ছিলেন। এখানে একটি কেলিকদমব্ ও একটি তমাল গাছ আছে যার নীচে বসে তিনি সাধনা করেছিলেন। এখানেই শ্রী শ্রী চৈতন্যদেবের মন্দির স্থাপিত হয়েছে। মন্দিরে চৈতন্যদেবের পায়ের ছাপ দেখা যায়।
এক সময় বাঙালার রাজধানী ছিল গৌর। কথিত আছে তৎকালীন গৌড়ের বাদশা হুসেন শাহের আমলে মন্ত্রীসভায় ছিলেন মহাবৈষঞব রূপ ও সনাতন গোস্বামী। তাঁরই ১৫০৯ খৃষ্টাবদে রামকেলীতে মদনমোহন মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তাঁরা বৃন্দাবনের আদলে রামকেলিতে আটটি কুন্ড বা পুকুর খনন করেন এবং রামকেলিকে কায'ত বৃন্দাবনের রুপ দিতে চেয়েছিলেন। পরবর্তীতে রামকেলি " গুপ্ত বৃন্দাবন" নামে পরিচিতি লাভ করে। আর এই দুই মহাবৈষঞবের সাথে দেখা করতে ১৫১৫ খৃষ্টাবদের ১৫ ই জুন জৈষ্ঠ্য সংক্রান্তিতে রামমকেলিতে এসেছিলেন মহাপ্রভু চৈতন্যদেব। মহাপ্রভু ও রূপ সনাতনের এই মিলনের দিনকে ঘিরেই রামকেলি উৎসব বা মেলা হয়ে আসছে। সপ্তাহব্যাপী এই মেলা শুরু হয় জৈষ্ঠ্য সংক্রান্তিতর দিন থেকে। ৫০০ বৎসরেরও বেশি পুরনো এই মেলা। মেলার কয়েক দিনের জন্য ঘাঁটি গাড়ে দূর -দূরান্ত থেকে আসা বৈষনব বৈষ্ণবীরা। দিনভর চলে নাম সঙ্কীর্ণত।
No comments:
Post a Comment