Thursday, 4 July 2019

শ্রী শ্রী জোহরা চন্ডী দেবী, মালদা।

শ্রী শ্রী জোহরা চন্ডী দেবীর মন্দির, মালদা।

স্থানীয়রা একে জহরাতলা কালী মন্দির বলে থাকে। মালদা শহরের বাহিরে এক প্রান্তে এই মন্দির অবস্থিত। এক ধারে সবুজ মাঠ আর অন্য দিকে আমবাগানের মধ্যে অবস্থিত। বাংলাদেশ বর্ডার এর খুব কাছে।
কথিত আছে মূল মন্দির রাজা বল্লাল সেন তৈরি করেছিলেন, যিনি কিনা সেন রাজত্বের তৃতীয় রাজা ছিলেন। মালদার আদিশকতির মন্দির হিসেবে বিশেষ পরিচিত। এখানে দেবীর শুধু তিনটি মুখমণ্ডল দেখা যায়। দেহের অন্য অঙ্গ দেখা যায় না। এই মুখগুলি মা কালী, মহা লক্ষ্মী ও মহা সরস্বতীর বলে কল্পনা করা হয়। বৈশাখ মাসে রোজদিন এই মন্দির খোলা থাকে, কিন্তু অন‍্য মাসে সপ্তাহের শনি ও মঙ্গলবার খোলা হয় বেলা ১০ টার সময়। সপ্তাহের অন‍্যদিন বন্ধ থাকে। এখানকার সেবইত শ্রী তেওয়ারিদের অষ্টম পুরুষ এখন পূজার কাজ সম্পন্ন করে থাকে। বিভিন্ন প্রান্ত থেকে বিপুল ভক্ত সমাগম হয় বলে পূজা দিতে হলে হাতে অনেক সময় নিয়ে আসতে হয়।

















ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া

No comments:

Post a Comment