উজানী -- হিন্দুদের এক পীঠস্থান
পুরান মতে, অজয় নদের তীরবর্তী উজানি বা কোগ্রাম হিন্দুদের একটি পীঠস্থান। শাস্ত্রমতে এখানে দেবী ভগবতীর কনুই পরেছিল। হিন্দুদের এই পীঠস্থানে দেবী মঙ্গলচণ্ডী এবং ভৈরব কপিলেশরের প্রস্তর মূর্তির দেখা পাওয়া যায়। দেবী মা চন্ডী এখানে মা কালী হিসাবে পূজা পান। বহুকাল থেকে শাস্ত্রীয় নিয়মে, প্রথা মেনে এখানে কালীপুজো করা হয়। মাছের ভোগে মা কালীর আরাধনা করা হয় উজানীর সতীপীঠে।
মন্দিরের গভ'গৃহে কাঠের সিংহাসনের ওপর আছেন দশভূজা মহিষমরদিনী চন্ডীকা দেবী। বাম দিকে আছেন গৌরীপট্টহীন শিবলিঙগ কপিলেশর, পাথরের বৃষমূতি' এবং ধ্য।নী বুদ্ধমূতি'।
দেবীর মূল পূজা হয় শারদীয় দুর্গাপূজোর সময়।পূজো চলে ষষ্টি থেকে দশমী পর্যন্ত। এটি সতীপীঠ হওয়ার জন্য পূজোয় আলাদা করে মূর্তি আসে না এবং নবপতৃকা আনা হয় না। শুধু ঘট, বারি আনা হয়। বছরে তিন বার ঘট বদল হয়। প্রথম ঘট আসে বৈশাখের শেষ মঙ্গলবার এবং বাৎসরিক পূজা হয়। এরপর ঘট আসে জিতাষটমীর পরদিন, যাকে বোধনের ঘট বলা হয়। তারপর ঘট আসে দূর্গাপূজোর ষষ্ঠির দিন। এছাড়াও বৈশাখ ও জৈষ্ঠ্য মাসের মঙ্গলবারে মঙ্গলচণ্ডীর পূজো হয়। এখানে বলিপ্রথা চালু আছে। দূর্গা পূজার সপ্তমী ও অষ্টমী তিথিতে চালকুমড়ো, নবমীতে চালকুমড়ো, কলা, আখ এবং ছাগ বলি হয়।
প্রতিদিন সকাল ৬টা থেকে বেলা ১টা এবং ৩টে থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মন্দির খোলা থাকে।
উজানী সতীপীঠ , কোগ্রামে লোচনদাসের পাট এবং কুমুদরনজের বাসস্থানের পশ্চিম দিকে , একেবারে অজয় নদের তীরে অবস্থিত। এটি মঙ্গলকোট থানার অন্তর্গত লাখূরিয়া গ্রাম পঞ্চায়েতর অধীন। নতুনহাট পীরতলা থেকে দেড় কিলোমিটার পশ্চিমে অথবা গুসকরা থেকে ১৮ কি মি পূর্বে কুনুর নদীর আগে উত্তর দিকে নেমে যাওয়া রাস্তা দিয়ে খানিকটা গেলেই উজানী বা কোগ্রাম পৌছানো যায়। উজানীর পাশেই অজয়-কুনুরের সঙ্গম স্থল।
মন্দিরের গভ'গৃহে কাঠের সিংহাসনের ওপর আছেন দশভূজা মহিষমরদিনী চন্ডীকা দেবী। বাম দিকে আছেন গৌরীপট্টহীন শিবলিঙগ কপিলেশর, পাথরের বৃষমূতি' এবং ধ্য।নী বুদ্ধমূতি'।
দেবীর মূল পূজা হয় শারদীয় দুর্গাপূজোর সময়।পূজো চলে ষষ্টি থেকে দশমী পর্যন্ত। এটি সতীপীঠ হওয়ার জন্য পূজোয় আলাদা করে মূর্তি আসে না এবং নবপতৃকা আনা হয় না। শুধু ঘট, বারি আনা হয়। বছরে তিন বার ঘট বদল হয়। প্রথম ঘট আসে বৈশাখের শেষ মঙ্গলবার এবং বাৎসরিক পূজা হয়। এরপর ঘট আসে জিতাষটমীর পরদিন, যাকে বোধনের ঘট বলা হয়। তারপর ঘট আসে দূর্গাপূজোর ষষ্ঠির দিন। এছাড়াও বৈশাখ ও জৈষ্ঠ্য মাসের মঙ্গলবারে মঙ্গলচণ্ডীর পূজো হয়। এখানে বলিপ্রথা চালু আছে। দূর্গা পূজার সপ্তমী ও অষ্টমী তিথিতে চালকুমড়ো, নবমীতে চালকুমড়ো, কলা, আখ এবং ছাগ বলি হয়।
প্রতিদিন সকাল ৬টা থেকে বেলা ১টা এবং ৩টে থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মন্দির খোলা থাকে।
উজানী সতীপীঠ , কোগ্রামে লোচনদাসের পাট এবং কুমুদরনজের বাসস্থানের পশ্চিম দিকে , একেবারে অজয় নদের তীরে অবস্থিত। এটি মঙ্গলকোট থানার অন্তর্গত লাখূরিয়া গ্রাম পঞ্চায়েতর অধীন। নতুনহাট পীরতলা থেকে দেড় কিলোমিটার পশ্চিমে অথবা গুসকরা থেকে ১৮ কি মি পূর্বে কুনুর নদীর আগে উত্তর দিকে নেমে যাওয়া রাস্তা দিয়ে খানিকটা গেলেই উজানী বা কোগ্রাম পৌছানো যায়। উজানীর পাশেই অজয়-কুনুরের সঙ্গম স্থল।
No comments:
Post a Comment