হুগলি জেলার প্রান্তিক এক গ্রাম মারোখান-পানশিউলি। এখানে মুন্ডেশরী নদী এসে মিশেছে রুপনারায়নের সাথে। রুপনারায়নের ওপারে মেদিনীপুরের খৈজূর গ্রাম। নিয়মিত ফেরি পারাপারের ব্যবসথা আছে।
আর মুন্ডেশরী নদীর ওপারে হাওড়া জেলার গোরাবেড়িয়া-চিৎনান এবং ভাটোরা গ্রাম। এই গ্রামগুলোকে মুন্ডেশরী, দামোদর ও রূপনারায়ন নদী ঘিরে রেখেছে। হাওড়া ও হুগলির সঙগযোগকারী এই বাঁশের সেতুটি তৈরি হয়েছে শেখ লালচাঁদ নামে এক ঘাট মাঝির চেষ্টায় ও আর্থিক সহযোগিতায়। প্রায় ৩৫০০ বাঁশ দিয়ে ১৬ জন কর্মী ২৮ দিন লাগাতার কাজ করে এটি তৈরি করেছে। খরচ পড়েছে প্রায় ৭.৫ লাখ টাকা।
কলকাতা থেকে প্রায় ১৫৯ কি মি দূরে। নিকটবর্তী রেল স্টেশন বাগনান-- ২০.৪ কি মি দুরে। ঘাটাল এখান থেকে ১৩.৬ কি মি। খানাকুল প্রায় ১৫ কি মি দুরে।
আর মুন্ডেশরী নদীর ওপারে হাওড়া জেলার গোরাবেড়িয়া-চিৎনান এবং ভাটোরা গ্রাম। এই গ্রামগুলোকে মুন্ডেশরী, দামোদর ও রূপনারায়ন নদী ঘিরে রেখেছে। হাওড়া ও হুগলির সঙগযোগকারী এই বাঁশের সেতুটি তৈরি হয়েছে শেখ লালচাঁদ নামে এক ঘাট মাঝির চেষ্টায় ও আর্থিক সহযোগিতায়। প্রায় ৩৫০০ বাঁশ দিয়ে ১৬ জন কর্মী ২৮ দিন লাগাতার কাজ করে এটি তৈরি করেছে। খরচ পড়েছে প্রায় ৭.৫ লাখ টাকা।
কলকাতা থেকে প্রায় ১৫৯ কি মি দূরে। নিকটবর্তী রেল স্টেশন বাগনান-- ২০.৪ কি মি দুরে। ঘাটাল এখান থেকে ১৩.৬ কি মি। খানাকুল প্রায় ১৫ কি মি দুরে।
No comments:
Post a Comment